পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৪০ কর্মকর্তা

Picsart_22-07-14_09-04-19-814-3.jpg

পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৪০ কর্মকর্তা

বিশেষ প্রতিবেদকঃ আজ শনিবার (১১ নভেম্বর ২০২৩) জারিকৃত প্রথম প্রজ্ঞাপনে পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) করা হয়েছে।

নিয়ম অনুযায়ী পরবর্তীতে তাদের পদায়ন করা হবে।

উপসচিব পদে ২৪০ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রথম প্রজ্ঞাপনে ২৩১ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

অপর প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন দূতাবাসে কর্মরত ৯ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

এতে জানানো হয়, সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় কর্মকর্তাদের প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করবে। আদেশ জারির পর পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা উন্নীত পদে যোগদান করে যোগদানপত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করবেন।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে এ পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন। তবে বৈদেশিক ভাতা এবং এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস/মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে।

এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদ শূন্য হওয়ার আগ পর্যন্ত উন্নীত বেতন স্কেল বহাল থাকবে।

আরও সংবাদ পড়ুন।

চলতি মাসে আরও উপসচিব-অতিরিক্ত সচিব পদোন্নতি; উপেক্ষিত বিধিমালা

আরও সংবাদ পড়ুন।

২৭০ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব হলেন

আরও সংবাদ পড়ুন।

২২১ কর্মকর্তা যুগ্ম সচিব পদে পদোন্নতি; পদের প্রায় তিনগুণ হলো যুগ্ম সচিব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top