পক্ষিয়া ইউনিয়নের মেম্বার মামুন ও তার সহযোগী ইয়াবা সহ তজুমদ্দিন থানাধীন শম্ভুপুর ইউনিয়ন থেকে আটক।
উপজেলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিন থানা পুলিশের অভিযানে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক পক্ষিয়া ইউনিয়নের মেম্বার মামুন ও তার সহযোগী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন
থানাধীন শম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ গোলকপুর
সাকিনের শরীফ মাস্টারের বাড়ীর দরজায় পাকা রাস্তার উপর
হতে আটক
আসামী ১। মামুন হাসান (৪৫), পিতা মৃত আলী
আকবর ওরফে আলী আজগর, সাং-মধ্যমধলী, ২নং ওয়ার্ড,
বর্তমান সাং-পক্ষিয়া ৭নং ওয়ার্ড, থানা-বোরহান উদ্দিন।
আসামী ২। মোঃ রাকিব হোসেন (২৩), পিতা- মোঃ ছবির ওরফে ছগির সিকাদর, সাং-বশুতুল্লাহ, চৌমহনী, ৯নং ওয়ার্ড, থানা- চরফ্যাসন।
তাদের আটক করলে তাদের হেফাজত হতে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আজ গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এই ঘটনার বিষয়ে তজুমদ্দিন থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (oc)মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, আমাদের অভিযান চলবে। মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি চলবে।
তবে, ঘটনা সম্পর্কে বলতে গিয়ে স্থানীয়রা জানান, এর আগেও মামুন মেম্বার ইয়াবার চালান নিয়ে বোরহানউদ্দিন থানায় আটক হয়েছে।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
লালমোহন ও তজুমদ্দিনে ইফতার সামগ্রী বিতরন করেন – নুরুন্নবী চৌধুরী শাওন
আরও সংবাদ পড়ুন।
ভোলার তজুমদ্দিনে মহনবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল