স্বাস্থ্য সচিবের বাড়িতে হামলার ঘটনায় কটিয়াদী থানার ওসি প্রত্যাহার

স্বাস্থ্য সচিবের বাড়িতে হামলার ঘটনায় কটিয়াদী থানার ওসি প্রত্যাহার

জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ছান্দপুরে নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের বাড়িতে হামলার ঘটনায় কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিলকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে তাকে ঢাকা রেঞ্জে প্রত্যাহার করা হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ এ তথ্য জানান।

শনিবারের (৬ ফেব্রুয়ারি) ওই হামলা ও ভাঙচুরের ঘটনায় কটিয়াদী থানায় পৃথক দুটি মামলা হয়েছে। শনিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম ও উপজেলা প্রকৌশলী বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। এ মামলায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে।

স্থানীয়রা জানান, কটিয়াদী উপজেলার চান্দপুর গ্রামে স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের বাড়ির পেছনে নিজের একটি জমিতে কমিউনিটি ক্লিনিক নির্মাণকে কেন্দ্র করে শনিবার স্থানীয় এমপির লোকজন ক্লিনিকে হামলা ও ভাঙচুর করে। এমপির সমর্থকদের হামলায় দীর্ঘসময় নিজ বাড়িতে অবরুদ্ধ থাকার পর বিকাল ৪টার দিকে পুলিশ পাহারায় ঢাকায় ফেরেন তিনি।

এর আগে আবদুল মান্নান অভিযোগ করেন, এমপির নির্দেশে নির্মিত কমিউনিটি ক্লিনিক এবং তার বাড়িতে ভাঙচুর ও হামলা করেছে এমপির সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top