বিএনপির ২১০০ নেতাকর্মী গ্রেফতার

Picsart_23-06-03_09-56-53-354.jpg

বিএনপির ২১০০ নেতাকর্মী গ্রেফতার

বিশেষ প্রতিবেদকঃ বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। গত দুই মাসে সারা দেশে দলের ২ হাজার ১০০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এই দুই মাসে সারা দেশে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে  আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের হামলায় মোট আহত হয়েছেন ১ হাজার ৬৫০ জন নেতাকর্মী।

মোট মামলা হয়েছে ৩৩৮টি, আসামি হয়েছে ১৩ হাজার ৪৬০ জন নেতাকর্মী।

রোববার (১ অক্টোবর) বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেছেন, আন্দোলন বানচালের জন্য প্রতিদিন সারা দেশে গ্রেফতার করা হচ্ছে। নেতাকর্মীরা বাসাবাড়িতে থাকতে ভয় পাচ্ছেন। অনেকে ফেরার জীবনযাপন করছেন। আওয়ামী লীগ ও পুলিশ বাহিনী কর্তৃক হামলা, মামলা ও গ্রেফতারের সংক্ষিপ্ত বিবরণ ধরে রিজভী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের হামলায় আহত, মামলা ও গ্রেফতারের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। 

রিজভী জানান, গত ২৮ ও ২৯ জুলাই হতে অদ্যাবধি বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে মোট আহত ১ হাজার ৬৫০ জন নেতাকর্মী। মোট মামলা হয়েছে ৩৩৮টি, মোট গ্রেফতার ২ হাজার ১০০ জন ও আসামি হয়েছে ১৩ হাজার ৪৬০ জন নেতাকর্মী।

আরও সংবাদ পড়ুন।

আজ বিএনপি’র বরিশাল-পিরোজপুর রোডমার্চ

আরও সংবাদ পড়ুন।

বিএনপি’র যাত্রাবাড়ী ও উত্তরায় সমাবেশ আজ

আরও সংবাদ পড়ুন।

খালেদা জিয়া মধ্যরাতে সিসিইউতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top