জীবন ফাঁদ – মনজুরুল আহসান বুলবুল

জীবন ফাঁদ – মনজুরুল আহসান বুলবুল

লোল চর্ম, শীর্ণ দেহ
জীবন ছাড়েনি তাঁকে,
সকল কিছুই আটকে গেছে
তিনটি চাকার ফাঁকে।
ক্লান্ত শরীরে একটু অবসরে
বাড়িকে বলে ‘নির্ভীক’:
‘ চিন্তা করো না, আমি তো আচি,
পাঠামো টেকা, সব রাখো ঠিক’।
নিজের শরীর চলেনা চলেনা
মাথা বন বন , ঘুরে চারদিক,
জীবনের ঘড়ি ধীর গতিতে
চলে বুঝি টিক টিক ।
দূর গ্রাম ছেড়ে নগরীতে এসে
নিয়েছেন তিনি বাস,
কনের বিয়ে, জমি বন্ধকে
টাকা না হলে সর্ব নাশ ।

নানা সূচকে, নানা হিসেবে
এগিয়ে চলার বাণী !
লোল চর্মের কান্নার কথা
কে কতটা জানি ?


মনজুরুল আহসান বুলবুল
সিনিয়র সাংবাদিক ও লেখক।
০৪.০৭.২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top