হিট অ্যালার্ট জারি-স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় – স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে কল করুন

Picsart_24-04-21_19-53-50-332.jpg

বিশেষ প্রতিবেদকঃ চলমান দাবদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় ২৭ এপ্রিল পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। প্রচন্ড তাপদাহের কারণে জনজীবনের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর ও আইসিডিডিআর,বি নিম্নলিখিত পরামর্শসমূহ প্রতিপালনের জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে :

অতিরিক্ত গরমে যেসব সমস্যা দেখা দেয় :

১.শরীরে অস্বস্তিবোধ
২. পানিশূন্যতা
৩. প্রচন্ড মাথাব্যথা
৪. অনিদ্রা
৫. মাংসপেশিতে ব্যথা
৬.  খাবারে অরুচি
৭. চামড়ায় ক্ষত
 ৮.  কিডনি ও ফুসফুসে সমস্যা
 ৯. শ্বাসকষ্ট
 ১০. হার্টের সমস্যা  
 ১১.  হিট স্ট্রোক
 ১২.  হিট ক্র্যাম্পস।
সবচেয়ে ঝুঁকিতে যারা :
 ১.শিশু
 ২.বয়স্ক ব্যক্তি
 ৩. প্রতিবন্ধী ব্যক্তি
 ৪. শ্রমজীবী ব্যক্তি- যেমন রিকশাচালক, কৃষক, নির্মাণশ্রমিক

 ৫. যাদের ওজন বেশি
যারা শারীরিকভাবে অসুস্থ, বিশেষ করে যাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপ আছে। 

হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় :
১. দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন, রোদ এড়িয়ে চলুন।
২. বাইরে বের হলে ছাতা, টুপি/ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন।
৩. হালকা রঙের ঢিলে ঢালা জামা, সম্ভব হলে সুতির জামা পরুন।

৪. প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন।
 ৫. সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন। বাসি বা খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
 ৬. দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন।  

 ৭.সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা নিন বা গোসল করুন।

 ৮. প্র¯্রাবের রঙের দিকে নজর রাখুন, তা হলুদ বা গাঢ় হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়িয়ে দিন।

 ৯. ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয়, সেদিকে  খেয়াল রাখুন।

 ১০. বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।

তাপদাহের ফলে রোগের উপশম দেখা গেলে ২৪ ঘণ্টা ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা সেবা নিতে স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে ফোন করার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও সংবাদ পড়ুন।

হিট অ্যালার্ট জারি – শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৭ দিন

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা; ডাক্তার ও নার্সদের ক্ষমতার দাপট কোথায় ?

আরও সংবাদ পড়ুন।

আগামী জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে – প্রতিমন্ত্রী রুমানা আলী

আরও সংবাদ পড়ুন।

কেন রোজায় খোলা রাখা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান ? শিক্ষা মন্ত্রণালয় কি বলছে?

আরও সংবাদ পড়ুন।

প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত – আপিল বিভাগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top