দৌলতখানে ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার
সাগর চৌধুরীঃ সম্প্রতি সারাদেশে আওয়ামী লীগের নীতি ও আদর্শবহিভূত কর্মকান্ডের জন্য দলীয় সিন্ধান্ত মোতাবেক নেতা ও কর্মীদের দলীয় পদ থেকে একাধিক বহিষ্কারের সংবাদ পাওয়া গেছে, সেই সূত্র ধরেই দৌলতখান উপজেলার ছাত্রলীগের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
গত শনিবার (১৯ আগস্ট২০২৩) রাতে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের এ ৪ নেতাকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি দেওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা হলেন, দৌলতখান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাবিউর রহমান রাফি, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেরাব হোসেন মিরাজ , উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাশরাফি চৌধুরী, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রাজ।
ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ বলেন, ‘তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও সংগঠনের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থেকেছেন। তাই তাদেরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তবে, জেলার অনেকেই অভিযোগ করেছেন, শুধু ছাত্রলীগ নয় সম-অপরাধ করেছেন অনেক দলীয় দায়িত্বশীল নেতারাও। তাদের বিরুদ্ধে কেন সিন্ধান্ত নেওয়া হলো না?
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি; দুই ছাত্রলীগ নেতা আটক