বঙ্গবন্ধু
দেশের ভাবনা মানুষের ভাবনা এতো মিহিনসূঁতোর মতো কে আছে আর ভাবে
এমন জাদুর বাঁশি কে আছে আর বাজায়
সে আমার সোনার ছেলে সোনার মাটি মাখা
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের অমর শক্তিগাঁথা –
স্বানির্ভর বাংলার এমন নিপুন রূপরেখার ভাবনা
নারীমুক্তির বিশ্বাসে শিক্ষার আলো জ্বালানো
শিশুস্বাস্থ্যের প্রতি গুরুত্ব প্রদানে,
ফসলিভূমির সদ্ব্যবহার করার এমন স্বচ্ছপ্ল্যান
কে আর করতে পারে –
নিজের অন্ন অকাতরে বিলিয়ে দিতে পারেন
কে আর বলো এই নীরিহ গ্রহে
সে এক অনন্য আলোবান হৃদয়বান শেখ মুজিবুর রহমান।
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর (সাধারণ )
পিটিআই মুন্সীগঞ্জ।
কবি, প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।
আরও লেখা পড়ুন।