আঁধিয়ার – শাহানা সিরাজী
চোখ বলে ভাসছি আমি দুলে দুলে ওঠো
মন বলে কাঁদছি আমি আপন মানুষ খোঁজো
হৃদয় বলে ভাঙছি আমি পারের দেখা নেই
কেন যে এমন নীরবতা নীলাকাশ তলে…
যতোটুকু নিয়ে যাও তারও বেশি দাও
ছেঁড়া কাগজে কী লিখে যাও
দমকা ঝড়ে যায় উড়ে ধরতে গেলে তারে
এ জীবন মিছে ভূবন ঘিরে রাখি আলেয়ারে
তন্দ্রা নাকি স্বপন ছুঁয়ে ছুঁয়ে যায় এ মন
জাগরণের ইশারায় শূন্য কেবল কোথা সে জন
শিল্পের সরব ধ্যানে মগ্ননৈরাজ্যের ধবনি
বুকে বিঁধে বার বার যায় চলে রেখে আঁধিয়ারে..
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর ( সাধারণ)
পিটিআই মুন্সীগঞ্জ
কবি,প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক