ডা বিজয় কৃষ্ণ দাস চিকিৎসা দিতে পারবেন না – বিএমডিসি

Picsart_23-06-25_08-28-09-131.jpg

ডা বিজয় কৃষ্ণ দাস চিকিৎসা দিতে পারবেন না – বিএমডিসি

অপরাধ প্রতিবেদকঃ ব্যাক্তিগত অদূরদর্শীতা এবং চারিত্রিক খর্বতা চিকিৎসা সেবায় গাফিলতি সহ একাধিক অভিযোগে রাজধানীর কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. বিজয় কৃষ্ণ দাসের (বি কে দাস) রেজিস্ট্রেশন আগামী ছয় মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

গত বুধবার (২১ জুন ২০২৩) বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও সংবাদ পড়ুন।

স্বাস্থ্য বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ – দেশের স্বার্থ নয় দলীয় স্বার্থে হচ্ছে নিয়োগ

এতে বলা হয়, ডা. বি কে দাস কর্তৃক ১১ মাসের শিশু সন্তানের মুখে আংশিক তালু কাটা অপারেশনে শিশুটির মৃত্যু হয়। এই মর্মে শিশুটির বাবা ও মা অত্র কাউন্সিলে অভিযোগ দাখিল করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কাউন্সিল অভিযোগকারী এবং চিকিৎসক উভয়ের স্বাক্ষাৎকার গ্রহণ ও তদন্তে প্রমাণিত হয় যে, চিকিৎসা কার্যে চিকিৎসকের যথেষ্ট গাফিলতি ছিল, তা প্রমাণিত হয়েছে।

এমতাবস্থায় বিএমডিসি আইন, ২০১০ (৬১ নং আইন) এর ২৩ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সংস্থা থেকে প্রদত্ত অধ্যাপক ডা. বি কে দাসের রেজিস্ট্রেশন (A-16886, date of registration: 11.06.1988) ছয় মাসের জন্য স্থগিত করা হলো।

স্থগিত আদেশ ২২ জুন ২০২৩ তারিখ থেকে কার্যকর হবে।

উল্লেখিত সময়ে বিএমডিসি আইন, ২০১০ (৬১ নং আইন) এর ধারা ২২ (১) অনুযায়ী তিনি কোথাও কোনোরূপ চিকিৎসা সেবা দিতে পারবেন না। এমনকি উক্ত সময়ে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয়ও দিতে পারবেন না।

আরও সংবাদ পড়ুন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ জালিয়াতি – নিয়োগ কমিটির সভাপতি ও সাবেক পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আরও সংবাদ পড়ুন।

ডাক্তারা শুধু টাকা কামাতেই ব্যস্ত – শেখ হাসিনা

আরও সংবাদ পড়ুন।

স্বাস্থ্য খাতে শীর্ষ থেকে নিচ পর্যন্ত দুর্নীতি – হাইকোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top