জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার – আলী আজম মুকুল এমপি
সাগর চৌধুরীঃ দৌলতখান উপজেলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষে ভোলার দৌলতখানে তিনটি আধুনিক কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।
আলী আজম মুকুল এমপি এই ৩ টি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন।
আজ রোববার (১৬ এপ্রিল২০২৩) সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নে তিনটি আধুনিক ক্লিনিকের উদ্বোধন করেন। এ সময় রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়।
উদ্বোধন অনুষ্ঠানে এমপি মুকুল বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে বিনামূল্যে সকল মানুষের শতভাগ সুচিকিৎসা মাঠ পর্যায়ে নিশ্চিত করা। এরই ধারাবাহিকতায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম খান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিসুর রহমান আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মাস্টার, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ কমিউনিটি ক্লিনিকের কর্মরত সেবাদানকারীগণ উপস্থিত ছিলেন।
আরও সংবাদ পড়ুন।
জনমনে ক্ষোভ; বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবৈধ স্থাপনা
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ।
আরও সংবাদ পড়ুন।