দৌলতখান উপজেলার ৭টি ইউনিয়নের দলীয় প্রার্থী নির্বাচনের ভোট

দৌলতখান উপজেলার ৭টি ইউনিয়নের দলীয় প্রার্থী নির্বাচনের ভোট গ্রহন চলছে

সাগর চৌধুরীঃ আজ শনিবার সকাল থেকে শুরু হয়েছে দৌলতখান উপজেলার ৭টি ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্বাচনের ভোট।

দৌলতখান উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্বাচনের ভোট চলাকালে উপস্থিত আছেন
ভোলা ২ আসনের সংসদ আলী আজম মুকুল এমপি,
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামসুদ্দিন আহমেদ সামসু, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সিদিক মিয়া, যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম সহ আরও অনেকে।

দৌলতখান উপজেলার ৭টি ইউনিয়নের দলীয় প্রার্থী নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে। দলীয় নেতা ও কর্মীদের মাঝে বেশ সাড়া পড়ে গেছে।

আলী আজম মুকুল এমপি বলেন, আওয়ামী লীগ জনগনের ভোটের রায়ে ক্ষমতায় এসেছে। তাই দলীয় গনতন্তের ভোটেই ইউনিয়ন নির্বাচনের প্রার্থী নির্বাচন করা হবে। এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশ।

ইউনিয়ন ভিত্তিক চেয়ারম্যান প্রার্থীদের ভোটের ফলাফলে দেখা যায় মেদুয়া ইউনিয়নের প্রার্থী মনজুর আলমের প্রাপ্ত ভোট-১৮, প্রতিদ্বন্দ্বী মো. মহসিন পেয়েছেন ১ ভোট।

মদনপুর ইউনিয়নের প্রার্থী এ.কে.এম নাছির উদ্দিন নান্নুর প্রাপ্ত ভোট-১৮, আবু জাফর পেয়েছেন ০২ ও এনায়েত উল্লাহ পেয়েছেন ০ ভোট।

চরপাতা ইউনিয়নের প্রার্থী কাজল ইসলাম তালুকদার-১৪, মো: হেলাল উদ্দিন-০৩ ও মো: বশির মোল্লা পেয়েছেন ০ ভোট।

উত্তর জয়নগর ইউনিয়নের প্রার্থী মো: ইয়াছিন লিটন-১০, মো: বশির সরদার-০৪, জিয়াউদ্দিন কামাল-০৪ ও সাফিজল ইসলাম-০১ ভোট পেয়েছেন।

দক্ষিণ জয়নগর ইউনিয়নের প্রার্থী আলমগীর হাওলাদার- ১৬, একে.এম আলতাফ হোসেন- ০২, মাহফুজুর রহমান ভুট্টু- ০ ও নাজমুল হাসান- ০১ ভোট পেয়েছেন।

চরখলিফা ইউনিয়নের প্রার্থী মেহেদী মাসুদ মুকু খাঁন- ১৬ ও শামীম হোসেন অমি চৌধুরী- ০৩ ভোট পেয়েছেন।

ভবানীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম নবী নবুর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় দলীয়ভাবে তাকে একক প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়েছে।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে দৌলতখান উপজেলায় সাতটি ইউনিয়নে ১১ নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top