হামদ – শাহানা সিরাজী

Picsart_23-04-02_23-29-36-725.jpg

সুরা আদিয়াত(১০০)

খোদার দিদার আছে কোথায় কেউ তো জানি না
তবুও তোমায় বিশ্বাস করি তাও কী জানো না

হে মহাকাল হে দ্রুত অশ্ব যুদ্ধ কেন বাঁধাও?
কেন করো লুন্ঠন সম্পদ হয়েছে যা অন্য কারো
খোদার দিদার আছে কোথায় কেউ তো জানি না
তবুও তোমায় বিশ্বাস করি তাও কী জানো না

যা তুমি করো ওহে মানব সবই জানে আল্লাহ
যা তুমি ভাবো অন্তরে অন্তরে সবই জানে আল্লাহ
যদি জানতে কী আছে কবরে
যদি জানতে কী আছে কবরে
কী তুমি পাবে রোজ হাশরে
তাহলে কী করতে এমন রাহাজানি সফরে…

যেমন তুমি লুট করে যাও
যেমন তুমি সম্পদ গড়ো
তেমনি তোমার হাশর হবে শোনো বিচার দিনে
আল্লাহর দিকে ফেরাও মুখ আল্লাহ আছে পাশে

খোদার দিদার আছে কোথায় কেউ তো জানি না
তবুও তোমায় বিশ্বাস করি তাও কী জানো না

সুরা যিলযাল (৯৯)

হে মহান অধিপতি কোথায় আছো দাও দেখা দাও এই বান্দাকে
তোমার আলোয় করো আলোমতী ওগো দয়াময়

একদিন এ পৃথিবী দুলতে থাকবে
একদিন পাহাড় পর্বত চূর্ণ হবে
একদিন আসবে বেরিয়ে যা কিছু ছিলো গোপন
এজদি৷ আসবে বেরিয়ে যা কিছু ছিলো প্রকাশ্য

অবাক মানুষ থাকবে চেয়ে
পৃথিবীর আজ কী হয়েছে
পৃথিবীর আজ কী হয়েছে!!

উড়তে থাকবে সোনা রূপা
উড়তে থাকবে হীরা গয়না
বইতে থাকবে সকল কর্ম
ভালো কী বা মন্দ
শুনবে না কোন মানা
এ রূপ দেখে তোমার মানুষ হবে বেঁহুস তুমিময়
তোমার আলোয় করো আলোমতী ওগো দয়া ময়

লজ্জিত মানুষ কুন্ঠিত মানুষ
উছল মানুষ প্রশান্ত মানুষ
বাড়ায়ে দুহাত করবে প্রাণপাত
কোথায় কর্মফল- ছোটো কি-বা বড়ো
দাও দেখিয়ে কর্ম আমার
দাও দেখিয়ে কর্ম আমার
সেদিন দেখে ডায়রির পাতা হবে মানুষ তুমিময়
তোমার আলোয় করো আলোমতী ওগো দয়াময়।

আল্লাহ তুমি দয়ার ভাণ্ডার করিও সেদিন উজাড়
আমি হয়তো নয়তো মুমিন তুমি তো অতুল
ক্ষমা করো ক্ষমা করো ছোট বড় সব ভুল
তোমার সে রূপ দেখে সেদিন না হই যেন বিরস
হে দয়াময় বিশ্বপতি আরশে তোমার দাও গো পরশ
হাশর যেন হয় গো সহজ গালিচা যেন হয় গো ফুলময়
তোমার আলোয় করো আলোমতী ওগো দয়াময়

সুরা বাইয়্যিনা (৯৮)

আল্লাহ তুমি বিশ্বপতি বিচার দিনের প্রভু
দেখাও তুমি সঠিক পথ ভুল যেন না করি কভু
বিচার দিনের প্রভু

তারাই সঠিক তারাই পাবে শীতল জলের নদী
মুক্ত আকাশ স্নিগ্ধ ধারা বাতাস হলো শান্ত জ্যোতি
নামাজ পড়ে যাকাত দেয় আল কোরানে বিশ্বাস যার
তারাই পাবে কঠিন শাস্তি বিমুখ হয়েছে রাসুল তার

ওহে কিতাবী খোলো তাওরাত দেখো কী আছে
আহমদ আসবে নিয়ে বাণী যা রয়েছে মাহফুজে
ওহে মুশরিক করো না শিরক খোলো হৃদয়-দ্বার
দেব-দেবীরা নয়তো প্রভু দেখো আল্লাহর দিদার

সময়ের সাথে যাও এগিয়ে যাচাই করো আবার
পূর্বপুরুষ যা করেছে তা কি সব সঠিক তার
মহান আল্লাহ সর্বদ্রষ্টা দিয়েছেন শিক্ষক সবার
সঠিক শিক্ষা দিচ্ছেন তিনি শোনো কথা তাঁর

নামাজ পড়ো যাকাত দাও সঠিক পথে চলো
রোজ হাশরে আল্লাহ বলবেন কী চাও তুমি বলো

ওহে মুশরিক, করো না গো অংশ কারো আমার
কে আছে আর এমন প্রভু পথ দেখাবে আবার
ওহে কিতাবী, অহং ভোলো হৃদয় পানে চাও
সিলসিলায়ে রাসুল আবার এসেছে বুকে নাও

আল্লাতে যে করবে বিশ্বাস পাবে সে জান্নাত
আল্লাহ ছাড়া আর কেউ নেই দাও গো তুমি নাজাত।

সুরা কদর (৯৭)

Peace it is until the emergence of dawn.

উম্মাতে মুহাম্মাদী স্বপ্ল আয়ুর মানুষ
তাই বলে হইও না নিরাশা জীবন এক ফানুস
আল্লাহতায়ালা অসীম শক্তি দয়াল মালিক তিনি
করবে আহসান সকল ভুলের রব হয়েছেন যিনি

শোনো শোনো উম্মাতে মুহাম্মাদ
রয়েছে তোমাদের সেই সে রাত্রী
হাজার বছর হবে যার যাত্রী
যদি তুমি হও নত মহান আল্লাহর দিদার
দুহাত তুলে কাঁদো কাঁদো ক্ষমা চাও আল্লাহর
ক্ষমা চাও আল্লাহর

সেই সে রাত্রী পাবে কোথায় ভেবেছো কী তুমি
সেই সে রাত্রী রয়েছে রোজায়
পবিত্র কোরান এসেছে হেরায়
ধ্যানমগ্ন হও তুমি

সেই সে রাত্রে ফেরেশতারা
সেই সে রাত্রে পবিত্র আত্মা
মহান জীবরাইল….
নিয়ে আসে আল্লাহর বার্তা
মানবের খুব কাছে
আছে নাকি কোথাও কেউ
চাবে নাকি ক্ষমা কেউ
মুঠো মুঠো দেবে বিলিয়ে
সন্ধ্যা থেকে ভোর
দুহাত তুলে কাঁদো কাঁদো ক্ষমা চাও আল্লাহর

উম্মাতে মোহাম্মাদী
শোকর করো পেয়েছো এমন রাত
এক রাতেই হাজার রাত পাপ মোচনের এমন রাত
আর তো কোথাও নাই
সিজদা করো লুটিয়ে পড়ো ফানাহ চাও আল্লাহর
দু হাত তুলে ক্ষমা চাও, ক্ষমা চাও আল্লাহর….

শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর( সাধারণ) পিটিআই মুন্সীগঞ্জ।
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

আরও পড়ুন।

হামদ – শাহানা সিরাজী

হামদ – শাহানা সিরাজী

হামদ – শাহানা সিরাজী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top