হামদ – শাহানা সিরাজী

Picsart_23-04-05_22-12-13-599.jpg

সুরা হুমাযাহ, (১০৪)

ইয়া আল্লাহ সর্বদ্রষ্টা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট
তুমি ছাড়া নেই কেউ নেই
তোমার নির্দেশ স্ট্রেইট….

বলছো তুমি, ইয়া মুহাম্মদ,
প্রিয় বন্ধু জানাও জানাও
ঝগড়া ফ্যাসাদ করে যারা
নিন্দা গীবত করে যারা
সামনে কিংবা অগোচরে
তাদের তুমি করবে না ক্ষমা
রোজ হাসর আর কেয়ামত…

হৃদয় তাদের পুড়বে সদা
দু:খ যেন নিত্য সখা
কোথাও তারা পাবে না শান্তি
প্ররোচনায় কুপ্রবৃত্তি
আল্লাহর নির্দেশ ভুলে তারা
ব্যস্ত কেবল ফ্যাসাদে।

তর্জনী তোমার তাদের দিকে
ধন সম্পদ দিকে দিকে
নিত্য করে হিসাব তারা
ভুলে গিয়ে তোমার তাড়া
তাদের তুমি করবে না ক্ষমা
রোজ হাসর আর কেয়ামত……

সুরা আসর (১০৩)

ও দয়াময় ওগো প্রভু
নতজানু আমি
ওগো আমার বিশ্বমালিক ওগো অধিপতি
তোমায় ছাড়া নাই গতি….

দয়াল আল্লাহ দিলে ঘোষণা
সময়কে সাক্ষী রেখে
সময় বড় সঠিক বিচারক
সময় দিন রাত্রি
তোমায় ছাড়া নাই গতি…..

দিন রাত্রির গভীর খেলায় সেই তো বিজয়ী
যে করেছে নিত্য সৎকাজ তোমায় ভালোবেসে
তাদের তুমি রাখবে পাশে তোমার আরশে
যারা থাকে শুভ কাজে একে অন্যের পাশে

ওগো আল্লাহ,দয়াল আল্লাহ তুমি রহমান
বেঁচে আছি সত্যের উপর তোমার মেহেরবানী
তাদের তুমি দেবে শাস্তি যারা গোমরাহী
মন্দকাজ তো করেই তারা অন্যকেও আহবান

ওগো আল্লাহ দয়াল আল্লাহ তুমি মেহেরবান
তাদের তুমি করবে না ক্ষমা ফ্যাসাদ যারা করে
ফ্যাসাদকারী ঘোর আজাবী সমাজটাকে ক্ষ্যাপায়
তাদের প্রতি এই আহবান ফিরো আল্লাহর পথে

সুরা তাকাসুর(১০২)

হে দয়াময় দিনের মালিক
হে দয়াময় রাতের মালিক
তোমারই হোক জয়
তোমারই হোক জয়

নরম মাটি পুড়ে আমরা কঠিন মাটি বানাই
কঠিন থেকে কঠিন করে অর্থ প্রাচুর্য খুঁজে বেড়াই
তুমি বলো, শোন মানুষ, প্রাচুর্যে ডুবো না
ডানে দেখো বায়ে দেখো, দেখো ঊর্ধ্ব আকাশে
সম্মুখে যে কবর তোমার ভুলে যেও না
হে দয়াময় দিনের মালিক তোমারই হোক জয়

আজকে যারা পথ হারা ছুটছে লোভে লোভে
একদিন তারা হবে জিজ্ঞাসিত তখন কী বলবে!
স্বর্গ নরক তোমার ভেতর কেন খোঁজো না
হে দয়াময় রাতের মালিক তোমারই হোক জয়।

সুরা কারিয়া (১০১)

আল্লাহ তুমি পরাক্রম মহাশক্তিধর
চাইলে তুমি করতেই পারো প্রলয় ধবংস যা-ই চাও
আল্লাহ তুমি পরাক্রম মহাশক্তিধর

সেদিন সব যাবে উড়ে তুলোর মতো চূর্ণ হয়ে
সে পাবে তোমার দয়া পাল্লা হবে যার ভারি
বেহিসেবী থাকবে পড়ে আগুন হবে তার বাড়ি

আল্লাহ তুমি ক্ষমা করো তোমার কাছে ক্ষুদ্রতর
আছে যারা পাপী ও তাপী তাদের তুমি রক্ষা করো

নইলে সবাই যন্ত্রণাতে পুড়বে জ্বলে অবিরাম
করাঘাতেই পড়বে ভেঙে পাহাড় পর্বত যতো নাম……

হামদ – শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর ( সাধারণ)
পিটিআই মুন্সীগঞ্জ
কবি, প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

আরও পড়ুন।

নারী-পুরুষের সম্মিলিত শক্তিতে পৃথিবী হোক পুষ্পিত বাগান – শাহানা সিরাজী

আরও পড়ুন।

কবি আমিনুল ইসলাম – সময়ের নির্ভীক পথিক

আরও পড়ুন।

আমানত উল্যাহ সিরাজী ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর করেন – বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top