ডাক্তার সংকটে খায়েরহাট হাসপাতাল; মুমূর্ষ রোগীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা
উপজেলা প্রতিনিধিঃ সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বর্তমান সময়ে ভোলা জেলায় বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য সেবার মান দিন দিন কমছে। তেমনি ডাক্তার সংকটে খায়েরহাট হাসপাতাল ভুকছে।
স্থানীয়দের অভিযোগ, বহির্বিভাগে দৈনিক প্রায় ৩ শতাধিক রোগী এখানে চিকিৎসা সেবা নিতে আসে। কিন্তু সেবাভূগীরা সঠিক সেবা পাচ্ছেন না। ঔষধের জন্য আছে বিস্তর অভিযোগ। একদিনের ঔষধ চাইলে একবেলারও পাওয়া যায় না কখনো কখনো। খাবার স্যালাইন বা সাধারণ জ্বর বা শরির ব্যাথার ঔষধ চাইলেও পাওয়া যায় না।
স্থানীয়দের অভিযোগ, তাহলে ঔষধ যায় কোথায়? সরকার হাসপাতালের ঔষধের জন্য এত বরাদ্দ রাখে সেই বরাদ্দ কোথায় যায়?
বিভিন্ন সময়ে হাসপাতালটিতে রোগীর দীর্ঘ লাইন দেখা গেলেও খোঁজ নিয়ে জানা যায়, এখানে ডাক্তার নিয়মিত বসেন ন।
এখানে আসা রোগীদের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা। অফিস শিডিউলের খাতা পত্রে ডাক্তার থাকলেও বাস্তবে কোন চিকিৎসক নেই। ডাকার অনুপস্থিত।
মুমূর্ষ রোগীরা দিনের পর দিন অপেক্ষা করলেও কাঙ্ক্ষিত সেবা পেতে ডাক্তারের দেখা মিলছে না।
সাবেক শিল্প ও বানিজ্যমন্ত্রী; বর্তমান সময়ের ভোলা ১ আসনের মাননীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ এর স্বপ্নের হাসপাতালটি এভাবেই অবহেলা পরে থাকবে, স্থানীয় সেবাভূগী রোগীদের খোঁজ কেউ রাখবে না। ঔষধ চেয়েও পাবেন না! এখানকার স্থানীয় সাধারণ জনগন?
খায়েরহাট হাসপাতাল সেবা কেন বিঘ্নিত? এমন প্রশ্নের উত্তর জানতে ভোলা জেলা সিভিল সার্জনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেন নি।
তবে, নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র বলেন, হরিলুটের বাতাসা ভাগ করে তারা খায়!আর স্বাস্থ্য সেবার নামে জনগণ খায় বাঁশ।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
ডিসিদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ – স্বাস্থ্যমন্ত্রী’র