দৌলতখানে মৎস্য বিজিএফ জেলেদের! অভাব-অনটনে জেলেরা
উপজেলা প্রতিনিধিঃ এখনও ভোলার দৌলতখান উপজেলার জেলেরা পাননি পুনর্বাসনের চাল বা বিজিএফ এর খাদ্য সহায়তা। অভাব-অনটন আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে বেকার নদীর জেলেদের। মনে চাপা কষ্টে দিন কাটাচ্ছেন জেলেরা।
সংকট দূর করতে নিষেধাজ্ঞা সময়ের মধ্যেই সরকারি চাল পেতে চান জেলেরা।
ইলিশের অভয়াশ্রম রক্ষায় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ। আর তাই বেকার জেলেদের চলছে দুর্দিন। আয়-রোজগার বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে পড়েছেন তারা।
এদিকে দৌলতখান উপজেলায় মৎস্য কর্মকর্তা না থাকায় মেঘনায় নিষেধাজ্ঞা নিয়েও চলছে দোটানা।
ভোলা দৌলতখান উপজেলার পাতারখাল মাছঘাট, সৈয়দপুরের বিভিন্ন মাছঘাট, চরপাতা ইউনিয়নের মাছঘাটের জেলেরা হতাশ।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।