ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় মৎস্য বিজিএফ বিতরন করা হয়নি
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় মৎস্য বিজিএফ বিতরন করা হয়নি। যদিও সরকারের নির্দেশ প্রতিমাসের চাল প্রতিমাসে বিতরন করা।
স্থানীয় জেলেদের অভিযোগ, সরকার মেঘনা ও তেতুলিয়া নদীতে মৎস্য আহরন করা থেকে বিরত থাকার জন্য চাল বরাদ্দ দিয়েছেন। ৪ কিস্তিতে চাল বিতরনের নির্দেশ দিয়েছেন সরকার। প্রথম কিস্তি বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু সেই চাল গত ফেব্রুয়ারী মাসে ডিও হলেও প্রায় একমাস পার হলেও সেই চাল বিতরন করা হয়নি, যদিও ডিও হওয়ার ৭ কর্মদিবসের মধ্যে বিতরণ করা নির্দেশ দেওয়া হয়েছে।
জেলেদের অভিযোগ, প্রতিমাসের চাল প্রতি মাসে বিতরন করার কথা কিন্তু সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এই বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন না।
বোরহানউদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন,সরকারের আদেশ মতে আমরা ফেব্রুয়ারী মাসেই ডি ছেড়ে দিয়েছি। পরবর্তী কার্যক্রম তো আর আমার হাতে নাই। চেয়ারম্যানরা চাল নিল কি নিল না এই বিষয়ে তো কথা বলার সুযোগ নাই।
বোরহানউদ্দিন উপজেলা খাদ্য কর্মকর্তা আবু সাইদ বলেন, আমি ইতোমধ্যে চাল নেওয়ার জন্য চেয়ারম্যানদের অনুরোধও করেছি। অবশ্য সাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাল নিয়েছেন।
বাকি সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন চাল কেন নেয় নি, সেটা তো আর আমি জানি না।
তবে, বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের জেলেরা বলেন, আরও একমাস আগে চাল বিতরন করার কথা থাকলেও চাল এখনো তুলেন নি। তাহলে কবে আর বিতরন করবে? গরিব জেলেদের খোঁজ কেউ রাখে না।
উল্লেখ্য, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ০১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত দেশব্যাপী জাটকা আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এর মধ্যে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ৪ (চার) মাস জাটকা আহরণে বিরত থাকা জেলেদের সরকার মানবিক সহায়তা প্রদান করে থাকে।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য ৫৭ হাজার ৭৩৯ টন ভিজিএফ বরাদ্দ