উত্তরখানে ঘুষের বিনিময়ে ওয়াসার অবৈধ সংযোগ পাইয়ে দেওয়ার অভিযোগে – দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ মিটার রিডার, ঢাকা ওয়াসা, মোল্লাবাড়ি জোন, উত্তরখান, ঢাকা এর বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ওয়াসার অবৈধ সংযোগ পাইয়ে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে আজ (০৯ ফেব্রুয়ারী-২০২৩) দুদক প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট অফিসে টিম উপস্থিত সেবাগ্রহীতাদের সাথে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কথা বলে।
পরবর্তীতে ঢাকা ওয়াসা উত্তরখানের উপ-রাজস্ব প্রধানের সাথে অভিযোগের বিষয়ে আলোচনা করে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়সমূহ গুরুত্বের সাথে তদারকির পরামর্শ প্রদান করে এনফোর্সমন্টে টিম।
অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট অফিস থেকে দৈবচয়ন ভিত্তিতে ২০ টি বিলের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
যদিও ঢাকা ওয়াসা’র কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ গ্রহন ও দূর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি সময়ে নানা রকম অনিয়মের অভিযোগ পাওয়া যায়। কিন্তু সেবা ভোগীদের সেবা নিশ্চিত করাও জরুরি হয়ে পড়েছে।
আরও সংবাদ পড়ুন।
বিমান বাংলাদেশের ক্ষতি সাধন ও অর্থ আত্মসাৎ এর অভিযোগে ২৩ জনের বিরুদ্ধে মামলা
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
মিরপুরের ইব্রাহিমপুর ডেসকো – এর কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ দাবি – দুদকের অভিযান