মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার বাসস্থান কমপ্লেক্সে অবৈধ গ্যাস সংযোগ – দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ মিরপুর চিরিয়াখানা সংলগ্ন যুদ্ধাহত “মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার বাসস্থান কমপ্লেক্স” এর অবৈধ গ্যাস সংযোগে অনিয়মের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে আজ সোমবার (৬ ফেব্রুয়ারী২০২৩) একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানের টিম “মিরপুর চিড়িয়াখানা সংলগ্ন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার বাসস্থান কমপ্লেক্স” এবং এর আশেপাশের খাবার হোটেল ও বেকারি পরিদর্শন করে।
৩০০ থেকে ৪০০ মুক্তিযোদ্ধা পরিবারের ৪ টি থেকে ৮ টি অবৈধ গ্যাস সংযোগ হিসেবে সর্বমোট ১২০০ অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পায় এনফোর্সমেন্ট টিম।
তবে তিতাসের লজিস্টিক সাপোর্ট না থাকায় তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ, এর কর্মকর্তাগণ আগামী এক মাসের মধ্যে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে কমিশনকে অবহিত করা হবে মর্মে এনফোর্সমেন্ট টিমকে নিশ্চিত করে।
আরও সংবাদ পড়ুন।
বিমান বাংলাদেশের ক্ষতি সাধন ও অর্থ আত্মসাৎ এর অভিযোগে ২৩ জনের বিরুদ্ধে মামলা
আরও সংবাদ পড়ুন।