লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ডাক্তার তৌফিক আহমেদ এর সরকারি অর্থ আত্মসাৎ – দুদকের অভিযান

Picsart_22-12-22_20-16-31-004.jpg

লালমনিরহাট আদিতমারী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তৌফিক আহমেদ অর্থ আত্মসাৎ এর অভিযোগ দুদকের অভিযান

সাগর চৌধুরীঃ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তৌফিক আহমেদ এর বিরুদ্ধে ভুয়া বিল ভাউচার সৃজন করে বিভিন্ন কাজের বরাদ্দকৃত অর্থ উত্তোলন-পূর্বক আত্মসাৎ এর অভিযোগসহ অন্যান্য অভিযোগের প্রেক্ষিতে দুদক সজেকা কুড়িগ্রাম হতে একটি টিম আজ ২১ ডিসে-২০২২খ্রি. তারিখে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অভিযান পরিচালনা করে।

অভিযানকালে টিম দেখতে পায় ডাক্তার তৌফিক আহমেদ বদলি সূত্রে অন্যত্র যোগদান করেছেন এবং বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ট্রেনিং এ কর্মস্থলের বাইরে আছেন।

দুদক টিম সরেজমিনে দেখতে পায়, বর্জ্য ব্যবস্থাপনার সংক্রান্ত পিট নির্মাণ শেষ হলেও এখনো ঠিকাদারি প্রতিষ্ঠান সেটি হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেনি।

এছাড়াও পিট ও গ্যারেজ নির্মাণকালীন হাসপাতাল প্রাঙ্গণে অনেক গাছ কর্তন করা হয়েছে যেগুলো হাসপাতালের সামনে জমা করে রাখা হয়েছে। পরবর্তীতে টিম উক্ত অফিস হতে প্রয়োজনীয় রেকর্ড পত্র সংগ্রহ করে।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ জানান, রেকর্ড পত্র পর্যালোচনা করে কমিশনের নিকট শীঘ্রই অনুসন্ধান প্রতিবেদন পেশ করা হবে।

আরও সংবাদ পড়ুন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্যাশিয়ার আব্দুছ ছাত্তার মিয়া আটক ও দুদকের মামলা

আরও সংবাদ পড়ুন।

যশোর জেনারেল হাসপাতালে সাড়ে চার কোটি টাকার ক্রয়ের অনিয়ম – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

দুর্নীতিবাজ যে দলের হোক দুর্নীতি করলে শাস্তি পেতে হবে – রাষ্ট্রপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top