বোরহানউদ্দিনে খাল দখল করে ঘর তৈরী; বেড়ীবাঁধের পাথর তুলছে চক্র

Picsart_22-12-05_10-30-42-242.jpg

বোরহানউদ্দিনে খাল দখল করে ঘর তৈরী; বেড়ীবাঁধের পাথর
তুলছে চক্র

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দিদার মাঝি বাজার মাছগাট সংলগ্ন মাদ্দর বাজার দশ আনি সরকারী খাল দখল করে পাকা ঘর তৈরীর কাজ করছে স্থানীয় প্রভাবশালী দুলালের ছেলে লোকমান।

মেঘনায় ভাঙ্গন প্রতিরোধে সরকারের শতকোটি টাকার
ব্লক প্রকল্পের ব্লক ভেঙ্গে ওই পাথর সংগ্রহ করছে একটি অসাধু চক্র।

ওই ব্লক ও বেড়ীবাঁধের পাথর দিয়ে ঘর তৈরী করছে, স্থানীয় প্রভাব শালী হাবু মেম্বারের ডানহাত লোকমাননামের ওই ব্যক্তি। গত শুক্রবার সন্ধ্যায় ঢালাই কাজ শুরু করে তারা তবে। ঘর উত্তোলন কাজ চলমান রেখেছে।


স্থানীয়রা জানান, মেঘনা নদী ভাঙ্গন প্রতিরোধে শত
কোটি টাকার বরাদ্ধের ব্লক ভেঙ্গে পাথর গুলো নিচ্ছে
স্থানীয় একটি চক্র ওই পাথর এলাকায় কম দামে বিক্রি
করছে চক্রটি। আর ওই চক্রের কাছ থেকে পাথর ক্রয়
করে ঘর উত্তোলন করছে তারা। যা সম্পূর্ণ অবৈধ। সরকারি আইনে যা জেল ও জরিমানা হতে পারে কিংম্বা উভয়দন্ড হতে পারে।

স্থানীয় প্রভাবশালী লোকমান জানান, সরকারি জমিতে
ঘর উত্তোলন করছি। ব্লকের কাছ থেকে পাথর এনে
আমাদের কাছে বিক্রি করেছে। সেই পাথর দিয়ে আমরা
ঘর তৈরী করতেছি। আপনাগো সমস্যা কি? পারলে বাল ছিড়ে দেখান।

স্থানীয় মেম্বার হাবিবউল্লাহ বলেন, সরকারি খালের উপর ঘর উত্তোলন করছে তবে অনেক লোক এভাবে ঘর উত্তোলন করছে। পাথর অবৈধ হলে সেই পাথর ব্যবহার করা যাবে না।

এদিকে স্থানীয়রা জানান, ব্লক ভেঙ্গে এভাবে পাথর এনে
ঘরবাড়ি উত্তোলন করলে ধ্বংস হয়ে যাবে বেড়িবাঁধ। আর মেঘনার ভয়াবহ থাবায় বিলীন হয়ে যাবে হাজার
হাজার ঘরবাড়ি।

স্থানীয়রা আরও জানান, কিছু আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তি প্রভাবশালী মহল লক্ষ লক্ষ টাকা চুক্তি করে এদেরকে ঘর উত্তোলনের সুযোগ করে দিচ্ছেন। রাতের আধারে ব্লক
চুরি করতে সহায়তা করছে।

স্থানীয় সচেতন মহল বলেন, আওয়ামী লীগের এই আতি পাতি নেতাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিৎ। আর বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ব্যবস্থা নেওয়া উচিৎ।

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনের দেউলা ভূমি অফিসারের দূর্নীতি; সরকারের রাজস্ব তহশিলদারের পকেটে

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিন ভূমি অফিসের তরিকুল ইসলাম সোহাগের অনিয়ম ও দূর্নীতির শেষ কোথায়

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে খালের উপর ঘর তৈরী; ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top