বোরহানউদ্দিনের হাকিমউদ্দিনে সড়কের পাশে চলছে অবৈধ বালুর ব্যবসা; ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা

Picsart_22-12-05_08-47-05-148.jpg

বোরহানউদ্দিনের হাকিমউদ্দিনে সড়কের পাশে চলছে অবৈধ বালুর ব্যবসা; ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন লঞ্চঘাট সড়কের পাশে অবৈধভাবে স্থানীয় প্রভাবশালীরা বালু রেখে কোটি কোটি টাকার ব্যবসা করে যাচ্ছে। সরকারী কোন অনুমোদন নেই, নেই রাজস্ব সনদ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনাপত্তিপত্র ও নেই, ফলে সড়কে প্রতিদিনই স্কুল কলেজ গামী ছাত্র-ছাত্রী,আশপাশের লক্ষ লক্ষ লোকজন এই রাস্তায় চলাচল করে, এছাড়াও লঞ্চে ঢাকা থেকে আসা-যাওয়া যাত্রীরা বালু রাখা সড়ক পার হতে দূর্ঘটনার শিকার হচ্ছেন। কারো কারো চোখে বালু পরে চোখ অন্ধ হওয়ার ঘটনাও ঘটছে অহরহ।

হাকিমউদ্দিন লঞ্চ ঘাট রোডে স্থানীয় মাসুদ রানা নামে ব্যাক্তি জনগণের দুর্ভোগের কথা না ভেবে সড়কের পাশেই বালুর ব্যবসা করে যাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে বালুর বেচাকেনা করার কারণে, আমাদের এখান দিয়ে আসা যাওয়া করার সময় আমাদের কষ্ট হয়,চোখে পালি পরে,রিক্সা, ভ্যান চালকদেরও অভিযোগের অন্ত নেই। অনেক সময় বাতাসের তোড়ে বালু এসে চোখে পরে। স্কুল কলেজের ছাত্রছাত্রী ও লঞ্চঘাটে আসা যাওয়া যাত্রীদের এ দুর্ভোগ পোহাতে হয়। আবার কখনো কখনো চোখে মুখে বালি পরে ফলে, চোখ ফুলে যায়। দৃষ্টি ঝাপসা হয়ে আসে। স্কুলে আসা যাওয়ার পথে রাস্তায় এমন অবৈধ বালু ব্যবসা করছে। কিন্তু, স্থানীয় মানুষ প্রভাবশালীদের ভয়ে প্রতিবাদ করতে পারছে না।

স্থানীয় হাকিমুদ্দিন লঞ্চ ঘাটের সামনেই পুলিশ ফাঁড়ি, পুলিশ ফাঁড়ির নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপ-পরিদর্শক বলেন, কি বলব ভাই। আমাদের কাজ নদীতে। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারগণ সমাধান করতে পারে।

বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনকে জানিয়েছেন আপনি? এমন প্রশ্নে স্থানীয়রা বলেন, uno; এসিল্যান্ডদের কাছে বলে কি লাভ! তারা তো জনগণের টাকায় কেনা গাড়ি আর তেল পোড়ে। আমাগো চোখে বালু পরার দুঃখ বা কষ্ট এমনকি ভোগান্তি কেমনে বুঝব।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসি ল্যান্ড(ভারপ্রাপ্ত uno) মুন্নী ইসলাম বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিবো। কি ব্যবস্থা নিবেন? এমন প্রশ্নে রেগে যান এসিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top