বোরহানউদ্দিনের দেবীরচরে ‘শিক্ষক দম্পতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন’
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে শিক্ষক দম্পতির উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ১৬ ই অক্টোবর উপজেলার স্কুল বাড়ি বাজারে বোরহানউদ্দিন দেবীরচর সড়ক এলাকায় এ মানববন্ধনের আয়োজন করেন, দেউলা শিবপুর দারুল আমান দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও দেউলা রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটি।
এতে বোরহানউদ্দিন উপজেলার জমিয়তুল মোদারেচ্ছীনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শত শত ছাত্র, ছাত্রী অংশ নিয়ে এ হামলার দ্রুত বিচার দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন , বোরহানউদ্দিন উপজেলা জমিয়তুল মোদারেচ্ছীন সভাপতি বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ উল্লাহ আনসারী, জয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা আঃ গণি, দেউলা শিবপুর দারুল আমান দাখিল মাদ্রাসার সুপার মাওলানা একে এম ইদ্রিস,দেউলা শিবপুর ছলেমা খানম মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ হারুনুর রশিদ, চর গংগাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার, মাওলানা মোঃ মিজানুর রহমান, স্বাস্থ্য সহকারী মোঃ মাইনুদ্দিন সহ অন্যনা বক্তাগন।
উল্লেখ্য গত ১১ই অক্টোবর রোজ মঙ্গলবার দেউলা দারুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ইউনুছ(৫৫) ও তার সহধর্মীনি ফকির বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোসাঃ ইয়ানুর বেগমের (৪৫) এর উপর গভীর রাতে দূর্বত্তরা হামলার করেন।