অনিসুর রহমান – ভোলা জেলার জেলা রেজিস্ট্রারের অনিয়ম ও দূর্নীতি

Picsart_22-09-19_21-51-05-545-scaled.jpg

অনিসুর রহমান – ভোলা জেলার জেলা রেজিস্ট্রারের অনিয়ম ও দূর্নীতি

জেলা প্রতিনিধিঃ শেখ হাসিনা সরকার অনিয়ম ও দূর্নীতি বিরুদ্ধে সোচ্চার হলেও ভোলা জেলার জেলা রেজিস্ট্রার অনিসুর রহমানের অনিয়ম ও ঘুষের রাস্তা বন্ধ হয় নি।

সরকারের অফিস টাইম সকাল ৮ টা থেকে বিকেল ৩টা হলেও সেই আইন মেনে চলেন না, ভোলা জেলার জেলা রেজিস্ট্রার অনিসুর রহমান৷ সকালে অফিসে গিয়ে তাকে পাওয়া যায় না। তিনি ১১/১২টার আগে কখনোই অফিসে আসেন না।

জেলা রেজিস্ট্রার অনিসুর রহমান সঠিক সময়ে অফিসে আসেন না কেন? এমন বিষয়ে জানতে চাইলে, এক অফিসস্টাফ নাম প্রকাশ না করার সত্বে বলেন, স্যার রোজই লেট করে আসেন। কেন লেট করে আসেন, সে প্রশ্নের উত্তর স্যারই দিতে পারবেন।

আজ সকালে ৮ টা ৩০ মিনিটে ভোলা জেলা রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে দেখা যায়, জেলা রেজিস্ট্রার অনিসুর রহমানের রুম খোলা, ফ্যান চলছে, লাইট জ্বলছে। কিন্তু জেলা রেজিস্ট্রার নেই!

অবশেষে দিনের ১১টার দিকে তিনি অফিসে আসেন।

ভোলা জেলার জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে স্থানীয় সেবা ভোগীদের অভিযোগের ভিত্তিতে আজ এমনই চিত্র দেখা গেল ভোলা জেলা রেজিস্ট্রার কার্যালয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top