চরফ্যাশনে নকল পণ্য উৎপাদনের অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৭০০০০ জরিমানা
জেলা প্রতিনিধিঃ আজ সকালে মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ভোলা জেলার চরফ্যাশন উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের পরিচালিত অভিযানে পণ্যের প্যাকেটে সঠিকভাবে লেভেলিং না করে বেনামি ও অন্যান্য স্বনামধন্য প্রতিষ্ঠানের নাম ও প্যাকেট নকল করে পণ্য প্যাকেটজাত করে বিপননের অপরাধে
জমজম ফুড প্রোডাক্টস কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ২০০০০/- এবং বিয়াজ আইসক্রিম ফ্যাক্টরী কে ৩৭ ও ৫০ ধারায় ৫০০০০/- করে সর্বমোট ৭০০০০/- জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠান দুটির মালিকগণ নিজেদের ভুল স্বীকার করে অন্যের পণ্য নকল করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। চরফ্যাশন থানার একটি পুলিশ টিম সাথে থেকে অভিযান সুসম্পন্ন করতে সহায়তা করেন। এছাড়াও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নুরুল আমিন সাথে ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলা জেলার সহকারী পরিচালক মোঃ মাহামুদুল হাসান বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযোগ অব্যাহত থাকবে।