সাগরবেলা – শাহানা সিরাজী

Picsart_22-07-20_19-06-28-094.jpg

সাগরবেলা
শাহানা সিরাজী

কী করতে বলো-
শঙখচিল হতে বলো
নাকি টগবগে ভাতের পাতিলের ধোঁয়া?
জলাশয় ভরা লাল শাপলা নাকি
মরে ভেসে ওঠা শোল-টাকি?

চাঁদনীরাতের ঘাটলা নাকি
ঘোর অমানিশার খসে পড়া উল্কা?

যাই করতে বলো না কেন
বলতেই পারো-
কখনো পৃষ্ঠা উলটে দেখো না প্লিজ
অক্ষরে অক্ষরে মিশে থাকা ঘনশ্যামবর্ণ
হরিতকীদিন হুহুজ্বালা ধরাবেই-

কী করে মুছবে! কী করে!
অন্ধচোখের নির্মমগলিতে এঁকে দাও
প্রণয়ের যোগবাতাসের কলা
আহা রে দিন! বেতফুলের মতো
বিঁধে আছে গলায়!

সামষ্টিক অর্থনীতির মোড়কে ব্যষ্টিকঅর্থনীতি চাঙা হয়ে ওঠে।

দুধের সরের মতো আগলে রাখা মৌবেলা
অত্যধিক গরমে স্বাদ হারিয়েছে

সাগরবেলায় চোরাবালির আঘাত জেনেও
মানুষ সমুদ্রসৈকতে যায়!

শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ, পিটিআই মুন্সীগঞ্জ।
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top