ঢোল
মোঃ আঃ কুদদূস
মা এসেছে! মা এসেছে! ওরে, মা এসেছে!
ঢোলের তালে! তালের ঢোলে! রে রে, মন নাচিছে!
কে যাবি আজ!আজ যাবি কে! ঐ মায়ের ডাকে
চলো রে চল! চল ওরে চল! বাধার ঐ পাহাড় টুটে!
আসছে পুজো! বাজছে ঢোল! আনন্দের সোরগোল!
কোথায় বুড়ো! বুড়ি কোথায়! নাচছে ঐ শিশুর দল!
ঠাকুর বাড়ি! বাড়ির ঠাকুর! প্রণাম করি তারে!
চলো রে চল! চল ওরে চল! ঠাকুর পানে ছুটে!
বছর শেষে! মা এসেছে! খুশির ঢল নেমেছে!
অঞ্জলি কৈ! মাকে দিবো! মনে শখ জেগেছে!
জাতি- ধর্ম! এক হয়ে আজ! মেতে উঠবো পূজায়!
চলো রে চল! চল ওরে চল! খুশিতে পড়বো ফেটে!
আকাশ বাতাস! নাচছে গো আজ! মায়ের আগমনে!
চলো রে চল! চল ওরে চল! মাদল তালের হাটে!
২২ সেপ্টেম্বর ২০১৮
স্বরবৃত্ত ছন্দ।