গণিতের শিক্ষক – শাহানা সিরাজী
ত্রিকোণমিতির প্যাচ বুঝি না বলেই হেড স্যার বললেন,তোর সায়েন্স পড়ে কাজ নেই,যা মানবিক পড়!
ভাবলাম,সায়েন্স না পড়লে তোমাকে জানবো কেমনে?
পরদিন স্যার বললেন, তোর ইকুয়েশান মিললো কী করে!
যা কক্ষ বদল কর!
সে থেকে কক্ষই বদল হলো তোমাকে পড়া হলো না…
এখন নিজেই গণিতের শিক্ষক-
জ্যামিতি, ত্রিকোণমিতি কিছুই বাদ নেই
বোকা বোকা ছাত্ররা কেমন চৌকষ হয়ে ওঠে-
অনায়াসে তারা তৈরি করে ভঙ্গুর দেয়ালের ডিজাইন!
পকেট বোঝাই গণিতের নানান খেলা
নিজেকে চিমটি কেটে দেখি বেঁচে আছি তো!
লোকে বলে গণিতের শিক্ষক বেশ মেধাবী
আমার তোমাকেই পড়া হয় না….
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর, পিটিআই, মুন্সিগঞ্জ।
কবি ও কথাশিল্পী