বোরহানউদ্দিনে “বড়মানিকা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র” টি বন্ধ! জবাব নেই তত্ত্বাবধায়কের!
উপজেলা প্রতিনিধিঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের গফুরগঞ্জ বাজারের পাশে “বড়মানিকা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র” টি বন্ধ থাকে সরকারি অফিস চলাকালীন সময়। সাধারণ জনগনের স্বাস্থ্য সেবা বিঘ্নিত হচ্ছে প্রতিনিয়ত। এখানকার যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব পালনে অবহেলা শতভাগ। দিনের পর দিন অনুপস্থিত থাকলেও সরকারি পরিপত্র যে বিধান রয়েছে, সেই বিধান মেনে তত্বাবধানে থাকা কর্মকর্তাও তার বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহন করেনি।
বর্তমান শেখ হাসিনা সরকারের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার যে অঙ্গীকার কতটুকু বাস্তবায়ন হচ্ছে? জনগুরুত্বপূর্ণ হাসপাতালটি কার স্বার্থে বন্ধ থাকে? অভিযোগের পাহাড় জমে দূর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠানটির কর্মচারীর বিরুদ্ধে।
স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার কথা থাকলেও কোন সেবাই পাচ্ছে না এখান বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিনের অব্যবস্থপনা, দূর্ণীতি, সরকারের বরাদ্দ আত্মসাৎ করা সহ একাধিক অভিযোগ “বড়মানিকা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র”টির কর্মচারীদের বিরুদ্ধে।
এখানকার স্থানীয়রা অভিযোগে বলেন, সরকারি একটি প্রতিষ্ঠান বন্ধ থাকে! এই বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বে থাকা কর্মকর্তাকে একাধিকবার জানানো হলেও কোন পদক্ষেপ গ্রহন করেন নি তিনি।
স্থানীয় সচেতন মহল বলেন, সরকারের বেতন ভাতা সঠিক সময়ে তুলে নিলেও এরা দিনের পর দিন হাসপাতালটি বন্ধ করে রাখেন, হাসপাতালে আসেন না। সরকারের কোন ঔষধ জনসাধারণকে দেওয়া হয় না। জনগণের অসন্তোষ দেখার নেই!
প্রতিষ্ঠানটির পাশেই একটি মাধ্যমিক বিদ্যালয়। সেখানকার শিক্ষকগনও সঠিক ভাবে বলতে পারছিলেন না, কেন হাসপাতালটি বন্ধ?
স্থানীয় স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীগণ একই অফিসের সামনে দাড়িয়ে আছেন।
অভিযোগ করছেন স্থানীয়রা।