গুণন – শাহানা সিরাজী
জীবন তুচ্ছ নয়, জীবন অন্য কারো দয়া নয়,জীবন জোছনার চাদরে আবৃত অবলুস কাঠের ফ্রেম। ফ্রেমটিকে আগলে রাখলে তার নানাবিধ ব্যবহার নানান সৌন্দর্য ফুটে ওঠে। অযত্নে রাখলে সহজেই ক্ষয়ে যায়; টোকাই কুড়িয়ে নেয় পুড়িয়ে দেয়
জীবনকে আগলে রাখলে গ্রহণ- আচ্ছাদন -উপটৌকন
লগ্নের সমীকরণ বোঝা যায়
মুঠো মুঠো রোদ গিলে, ছায়ার আড়ালে দাঁড়িয়ে খুঁজে নেয়
তুলতুলে৷ মেঘের স্পর্শ। বৃষ্টি না হোক কিঞ্চিৎ স্বস্তি মিলে।
মনোহারি দোকানের মতো জীবন সাজায় পসরা; তাতে সুখ-দুঃখ, আনন্দ-বেদনার বিলাসী হাত বাড়ায় মৃত্যুঞ্জয়ের দিকে।
দিনের ক্লান্তিকে ট্রেনে চেপে হাঁটতে থাকি, সম্মুখে যেতে হবে,
উদাসীনরাত যতোই পেঁচার ডাকে ভরুক ভ্রুক্ষেপ নেই তাতে,
ঝড়ো-বাতাসের গর্জনে চোখ মুদে আসে,ঘুমিয়ে পড়ি অপার স্বপ্নের পথে-
না-ই থাকুক বর্ষাতি,না-ই থাকুক জোঙর কিছুটা পথ হোক পিচ্ছিল, পায়ের আঙুলে যদি শক্তি থাকে একদিন জীবনের পদ্ম উঠবে হেসেই
যদি পাশে থাকো একটু ছুঁয়ে যাও নীলসাগরের কোলঘেষে
হৃদয়ের সব তারা ঝিকিমিকি জ্বলবে আর বলবে
গুণতে পারো?
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ, পিটিআই মুন্সীগঞ্জ।
কবি প্রাবব্ধিক ও কথা সাহিত্যিক।