তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর লেখা “অনুষঙ্গ”।

PicsArt_09-16-10.10.09.jpg

অনুষঙ্গ
মোঃ আঃ কুদদূস

আজকের এই তুমি, গতকালের সেই তুমি,
অবলীলায় খোলসে ঢুকে পড়ো,
নিম্নে তাকিয়ে মায়াবী হাসি লুকাও
সে কী অনিন্দ্যা সুন্দরী তুমি!
এই কবিতার খানিকটা পটভূমি।

সৌন্দর্য লুকানো যায়, লুকানো যায় মায়ার ছোয়া,
মুখাবয়ব লুকিয়ে মিটিমিটি হাসা যায়,
কিন্তু কবির অন্তর্দৃষ্টিকে প্রচ্ছন্নতার
আবরণে ঢাকার সাধ্য কার?
কবিতা বরাবরই সুন্দরের অনাবিল প্রকাশ।

কবির শত সহস্র ভাবনার স্বর্ণলতাগুলো
প্রত্যাশার সবুজ গাছের শাখা- প্রশাখায়
কত যে মায়ার বাঁধনে জড়িয়ে আছে!
সে তুমি বুঝবে না বড্ড এই অবেলায়।
কবি, কবিতা ও নত দৃষ্টি এক বিন্দুতে সমান্তরাল।

প্রেমকে সময়ে সময়ে লুকানো গেলেও
ভালোবাসাটা ঝলমল করে-
শরতের কাশবনের সোনা রোদে।
সেসব তুমি বুঝবে না-এই চাঁদনী রাতের
নিঃসীম অন্ধকারের নিঃসঙ্গতায়।

দৃষ্টিকে নত করা যায়, চাহনির উষ্ণতা
নির্লিপ্ত করে-আপনকে ফাঁকি দেয়ার প্রয়াস
তেমন ফলপ্রসূ হয় না এই মর্তে।
তোমার দৃষ্টির দ্যূতি বরাবরই বহমান-
আর তা কবির অনন্ত অবসরের অনুপম অনুষঙ্গ।

২৪ অক্টোবর ২০১৮
অমিল মুক্তক ছন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top