সাম্যবাদী নয় আমাদের ঈদ – শাহানা সিরাজী
খুশি আর আনন্দ ঈদ সবার পছন্দ
ফিরনি-পায়েস,সেমাই লাগে না মন্দ
পোলাও -রোস্ট আর কাচ্চি -কাবাব
খেতে বসলে দেখি সবাই লা-জবাব!
নতুন জামা ঈদের চাঁদ দুয়ে মিলে বেজায় ফাঁদ
টাকার গরম আছে যার তার দেখা যায় উঁচু দাঁত!
আছে যারা ক্ষুধায় কাবাব শীর্ণ দেহ জীর্ণ গৃহ
তাদের ঈদে মিশে থাকে নোনাজল তারা নীরিহ
শ্রমের দামে ঘামের দামে গড়ে দালান কৌঠা
তারা নিজে পুড়ে অন্ন যোগায় নিজের বারোটা!
তবু
তারা হাসে ভালোবাসে প্রেমের সুধায় জগত ভাসায়
সবার সুখে সবার দুঃখে নিজকে বিলায় আর হাসায়
তাদের ঘরে ঈদ কেমন কেমন রাঁধে কেমন খায়
কেউ কী রাখে সে খবর রঙিন সাজে সেজেই যায়!
সব
যদি এক হয় এক হুকুম এক আহকাম এক কৈফিয়ত
তবে কেন বিচিত্র স্বাদ জীবনের জটিল ফাঁদ কোথায় নেয়ামত
কোথায় আছে সমাহার সমযোজনা সমবন্টন
অত্যাচারী জুলুমবাজ ঘটায় নানান অঘটন!
থুত্থুরে বুড়ি,অন্ধ বুড়ো,বিকলাঙ্গ মানব সন্তান
কেন তবে পাতে হাত কোথায় তার আত্মসম্মান!
যেখানে মানুষের দ্বারে মানুষ কাঁদে ঘৃণা অবহেলায়
যেখানে মানুষের কাছে মানুষ কুকুরের মতো চেঁচায়
যেখানে মানুষের কাছে মানুষ আবর্জনাময়
রাষ্ট্র যেখানে কানাভূত বড়োভূত বিভীষিকাময়
সেখানে ঈদ যেন বানরের পুতুলখেলা
তবু আজ ঈদ চ্যানেলে হবে আনন্দঈদ মেলা
অথচ সবাই জানি সাম্যবাদী নয় আমাদের ঈদ!
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ
পিটিআই মুন্সীগঞ্জ।
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।