দিশারী
মোঃ আঃ কুদদূস
ভালোবাসা ভুলে মায়ার বাঁধন তুলে
যে পাখি উড়ে যায় বনে
আপন ভূবনে নিরন্তর নিরালায়
সাধ্য কার তাকে বাঁধার এই মনে।
সব ভুলে গেলেও, কিছু থেকে যায়
অগোচরে অবিকল
কালের খেয়ায়, ভেসে ভেসে আসে
যা হয়েছে বিকল।
অরন্যের পাখি, অরন্যে পরিপাটি
লোকালয়ে সন্ত্রস্ত
নিরাপদ মাটি, অন্তরের ঘাটি
খুঁজি হন্যে বিশ্বস্ত।
আকাশে মুক্ত বিকালের প্রজাপতি
ডানায় তার বর্ণিল শোভা
আমি হয়তো দেখি নি কখনোই
তবু ভাবি, সে আলোর প্রভা।
আলো ছড়াতে, আলোক হাতে,
ওহে আলোর দিশারী,
আঁধারের বুক ছিড়ে, নির্মল প্রাতে
এসো, এসো হে আদূরী।
আপনকে ভুলিয়া, আপনারে ছেড়ে,
ভূবনেশ্বরের হাত ধরে,
এক গোধূলীর আলো আঁধারে
এসো, এসো আমাদের দ্বারে।
১ ডিসেম্বর ২০৮
সমিল মুক্তক ছন্দ।