লালমোহনে শিক্ষককে জনসম্মূখে জুতাপেটা করলেন ইউপি চেয়ারম্যানের আত্মীয়রা
লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে এক প্রাইমারী শিক্ষককে জনসম্মূখে জুতাপেটা করেছে ইউপি চেয়ারম্যানের আত্মীয়রা। রবিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার দেবীরচর বাজারে জনসম্মুখে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার শিক্ষকের নাম মোঃ কবির হোসেন। তিনি উপজেলার ৫৬ নং দেবীরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
ঘটনার পর হামলাকারীদের বিচারের দাবীতে বেলা ১টার দিকে লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবন্দ। নির্যাতিত শিক্ষক কবির হোসেন জানান, রবিবার সকাল পোনে ৮ টার দিকে বদরপুর ইউপি চেয়ারম্যান আসাদ মেলকারের ছেলে রাসেল মেলকার মোবাইল ফোন করে বলেন, কবির স্যার আপনী শিক্ষক হয়ে ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধনের কাজ করেন কীভাবে? বিষয়টি আস্বীকার করলে ওই শিক্ষককে দেখে নেয়ার হুমকী দেন রাসেল মেলকার। পরে ইউপি চেয়ারম্যানের আত্মীয় কবির হাওলাদার তাকে ফোন করে দেবীরচর বাজারে যেতে বলেন। বেলা ৮ টার দিকে দেবীরচর বাজার যাওয়া মাত্র তাকে ঘীরে ধরে মাইনুদ্দিন, কবির হাওলাদার, জাহাঙ্গীর এবং রুবেল তাকে জুতা দিয়ে পেটাতে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা শিক্ষা অফিসারের কাছে নিয়ে যান। এ ঘটনায় ৪ জনকে আসামী করে লালমোহন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষক কবির হোসেন।
বর্তমানে ভূক্তভোগী লালমোহন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ ঘটনায় লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয় হবে।
এ ব্যপারে চেয়ারম্যান আসাদ মেলকারের ছেলে রাসেল মেলকার বলেন, গত কিছু দিন ধরে ওই শিক্ষক আওয়ামলীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্থানে বাজে মন্তব্য করে চলেছেন। এ বিষয়ে জানার জন্য তাকে জিজ্ঞেস করলে সে বাজারের মধ্যে বাক বিন্ডায় জড়ায়। এ সময় তাকে ধাক্কা ধুক্কা দিয়েছে কয়েকজন ছেলে পেলে। ওই শিক্ষককে জুতা দিয়ে পিটানো হয়নি।
এ ব্যপারে উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন বলেন, ঘটনা জেনেছি এবং ওই শিক্ষককে থানায় অভিযোগ দিতে বলেছি।