স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ;
পিবিআইকে অনুসন্ধানের নির্দেশ
অপরাধ প্রতিবেদকঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপসচিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন একজন স্কুলশিক্ষিকা। বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ অভিযোগ দাখিল করা হয়। ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ঐ শিক্ষিকার আবেদন গ্রহণ করে আগামী সাত কার্যদিবসের মধ্যে পিবিআই প্রধানকে অনুসন্ধান প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন।
ঐ নারীর মামলার আরজিতে বলা হয়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ সরকারি কর্মকর্তার সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে মেসেঞ্জার ও মোবাইল ফোনে তাদের যোগাযোগ হতো। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন ঐ কর্মকর্তা। গত ২২ ডিসেম্বর তিনি ঐ উপসচিবকে বিয়ের জন্য অনুরোধ করেন। কিন্তু বিবাহিত হওয়ার কথা বলে তিনি (উপসচিব) ঐ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে সংশ্লিষ্ট থানা শিক্ষা কর্মকর্তা তাকে কার্যালয়ে ডেকে নিয়ে ঐ উপসচিবের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করেন। অন্যথায় চাকরিচ্যুত করার হুমকি দেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর হোসেন হাওলাদার ঐ নারীর আবেদন দাখিলের সত্যতা নিশ্চিত করেছেন