ঝড় হবি না পাখি হবি? – ড. শেখ মুসলিমা মুন
তুই কি আমার ঝড়ো হাওয়া,
না-কি ফিনিক্স পাখি হবি?
যদিও আমি ভেবেইছিলাম,
তুই হয়তো’বা পাখিই ছিলি…
তাইনা হলে, যত্ন করে,
কুটো কুড়োই রঙ-বেরঙের?
সকাল-বিকেল জড়ো করি,
ছোট্ট খাঁচা বুনবো বলে!
খাঁচাটাকে রাখবো পুরে-
বুক পকেটের নীলচে খামে!
ঝড়-বাদলা, বন্যা-খরায়
রাখবো তবুও নিরাপদে!
যখন খুশি আসবি উড়ে
বসবি পাশে খাঁচার মাঝে!
ইচ্ছে হলেই স্বাধীন হবি
কান্না-হাসি, দুঃখ-সুখে!
গল্প করবি যখন-যেমন,
হেসে-খেলে, জোৎস্না-জলে-
মনের সুখে গান গাইবি,
মোহন বাঁশি শুনবো যখন
ইচ্ছে হবে দিনে- রাতে।
মন-খারাপের দিবস হলে-
বিষন্নতায় মৌন ময়ূখ-
সুখের পায়রা উড়িয়ে দেব-
বাঁধ ভাঙা সেই ঢেউয়ের জলে!
অঝর ধারায় কাঁদতে চাইলে,
তাও পারবি, নীল-আনন্দে!
এখন তবে কথায় আসি-
তোকেই তবু, ঠিক করতে হবে-
ঝড় হবি না ফিনিক্স পাখি?
ধুপছায়া
ড. শেখ মুসলিমা মুন
কবি ও লেখক এবং সরকারী চাকুরীজীবি।