ঢাকা মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি

PicsArt_09-05-10.04.46.jpg

নগর প্রতিবেদকঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানার স্থলে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর গাজীকে পদায়ন করা হয়েছে।

আজ রবিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। একই আদেশে ডিএমপির আরও ২০ পরিদর্শক (পুলিশ পরিদর্শক নিরস্ত্র) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়।

সম্প্রতি ডিএমপির বনানী থানার পরিদর্শক সোহেল রানা ভারতে বিএসএফের হাতে গ্রেফতার হয়েছেন।

এদিকে বিকেলে পুলিশ সদরদপ্তরে বাংলাদেশ পুলিশের সব সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানার দেশত্যাগে কারও গাফিলতি আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top