অর্থ পাচারকারীদের পরিচয় জানতে দুদকে স্মারকলিপি

PicsArt_06-09-09.58.31.jpg

বিশেষ রিপোর্টঃ বিদেশে অর্থপাচারকারী দুর্নীতিবাজদের নামের তালিকা প্রকাশের দাবিতে দুর্নীতি দমন কমিশনে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন।

বুধবার (১৭ জুন) দুপুরে মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুনের নেতৃত্বে চার সদস্যের একটি টিম স্মারকলিপি জমা দেন।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে দুদক ঘেরাও করার জন্য তারা রওনা হন। কিন্তু শাহবাগে পুলিশি বাধায় তারা আসতে পারেননি। পরে তারা দুদকে গিয়ে স্মারকলিপি দেন।

এ সময় মামুন বলেন, ‘প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। দুদক তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি। রাষ্ট্রের সকল পর্যায়ে দুর্নীতি দমন করার জন্য দুদককে দায়িত্ব দেয়া হয়েছে । কিন্তু দুদক তার দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছে? দুদককে আরও কার্যকরী ভূমিকা পালন করতে হবে। ’

তিনি বলেন, ‘কানাডার বেগমপাড়ায় যে ২৮ জন দুর্নীতিবাজ আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ী অর্থপাচার করেছে, দুদককে অবশ্যই তাদের নামের তালিকা জাতির সামনে প্রকাশসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top