বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের অগ্রগতি; দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয়

PicsArt_06-18-01.20.53.jpg

বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের অগ্রগতি; দক্ষিণ এশিয়ায়
বাংলাদেশের অবস্থান তৃতীয়

বিশেষ প্রতিবেদকঃ বৈশ্বিক শান্তি সূচকে (জিপিআই) গত বছরের তুলনায় অগ্রগতি হয়েছে বাংলাদেশের। বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে ২ দশমিক ০৬৮ স্কোর নিয়ে এ বছর বাংলাদেশের অবস্থান ৯১তম। গত বছর ৯৭তম অবস্থানে ছিল বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় শান্তিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব ইকোনমিকস অ্যান্ড পিস বৈশ্বিক শান্তি সূচক-২০২১ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সুরক্ষা ও নিরাপত্তা, চলমান সংঘাত এবং সামরিকায়নের মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই সূচক তৈরি করে।

দক্ষিণ এশিয়ায় শান্তি সূচকে বরাবরের মতোই সবার ওপরে রয়েছে ভুটান। এ বছর ১ দশমিক ৫১ পয়েন্ট স্কোর নিয়ে ২২তম অবস্থানে আছে বজ পাতের দেশটি। দক্ষিণ এশিয়ায় শান্তি সূচকে দ্বিতীয় অবস্থানে আছে নেপাল। ২ দশমিক ০৩৩ স্কোর নিয়ে ৮৫তম অবস্থানে আছে দেশটি। বাংলাদেশ তৃতীয় অবস্থানে উঠে এসেছে। চতুর্থ অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা।

শান্তি সূচকে ২ দশমিক ৫৫৩ স্কোর নিয়ে ১৩৫তম অবস্থানে আছে ভারত। তালিকায় ১৫০তম অবস্থানে রয়েছে পাকিস্তান। দুই ধাপ অবনতি হওয়ার পরে তারা পেয়েছে ২ দশমিক ৮৬৮ পয়েন্ট। বিশ্ব শান্তি সূচকে সিঙ্গাপুরকে এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বে তাদের অবস্থান একাদশতম।

অন্যদিকে, বিশ্বে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে আইসল্যান্ড। এরপর শীর্ষ দশে থাকা দেশগুলো হচ্ছে যথাক্রমে—নিউজিল্যান্ড, ডেনমার্ক, পর্তুগাল, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, চেকপ্রজাতন্ত্র ও কানাডা। গতবারের মতো এবারও তালিকার একেবারে তলানিতে ঠাঁই পেয়েছে আফগানিস্তান। তাদের পয়েন্ট ৩ দশমিক ৬৩১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top