তজুমদ্দিন উপজেলার ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা;তিনটি ফার্মেসিকে ৭০০০ টাকা জরিমানা।
উপজেলা প্রতিনিধিঃ আজ তজুমদ্দিন উপজেলার ছোট ডাওরী বাজার এবং মুচি বাড়ির কোনা এলাকার বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।
এছাড়াও ড্রাগ লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র হালনাগাদ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট আইনসমূহের আওতায় তিনটি ফার্মেসিকে ৭০০০ টাকা জরিমানা করা হয়।
একইসাথে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি না করা, সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ করা এবং যাবতীয় কাগজপত্র হালনাগাদ রাখার জন্য সকলকে নির্দেশনা প্রদান করা হয়।
জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এ ধরণের অভিযান উপজেলার সকল ফার্মেসিতে কঠোরতর ভাবে পরিচালিত হবে।
মোবাইল কোর্ট পরিচালনা করে করেন, তজুমদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা, পল্লব কুমার হাজরা।