ভোলার বোরহানউদ্দিনে অবৈধভাবে ইলিশ মাছ ধরার অপরাধে সাত জেলেকে জেল ও জরিমানা
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় মেঘনার অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে সাত জেলেকে আটক করে স্থানীয় মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল-জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত মির্জাকালুর হাকিমুদ্দিন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সঙ্গীয় ফোর্স সহ এ অভিযান পরিচালনা করেন।
মির্জাকালু হাকিমুদ্দিন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, অভয়াশ্রমে নিষেধাজ্ঞার দ্বিতীয় দিন অভিযান চালিয়ে সাত জেলেকে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়াইব আহমাদের কাছে হস্তান্তর করি।
তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক হুমায়ুন, আমজাদ, নুরে আলম ও ফরহাদকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং রাজীব ও জাবেদকে ৫ হাজার করে এবং রোমানকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।