পুলিশ কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধারের ঘটনায় উদ্বেগ

পুলিশ কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধারের ঘটনায় উদ্বেগ

অপরাধ প্রতিবেদকঃ ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিকুজ্জামানের বাসা থেকে সোনিয়া আক্তার জান্নাতি (১৬) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের বিচারে যথাযথ পদক্ষেপ নিতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক বছরগুলোতে গৃহকর্মীদের ওপর নির্যাতন, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। গৃহশ্রমিক হিসেবে যেমন তাদের রয়েছে কিছু ন্যায্য অধিকার তেমনি রয়েছে মানুষ হিসাবে মর্যাদা পাওয়ারও অধিকার।’

এতে আরও বলা হয়, ‘এই করোনাকালীন সময়ে গৃহশ্রমিকরা সরকারি ও বেসরকারি পর্যায় থেকে তেমন কোনো সাহায্য-সহযোগিতা পায়নি এবং তাদের একটা বড় অংশই চাকরিচ্যুত ও কর্মহীন। ফলে তাদের বেঁচে থাকাটাই এখন কঠিন হয়ে পড়েছে। এইরকম পরিস্থিতিতে তাদের ওপর এই ধরনের সহিংসতার ও নির্যাতনের ঘটনা অমানবিকতার চরম নিদর্শন। সুতরাং আমরা এই ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

বিবৃতিতে অভিযোগ করা হয়, ‘সম্প্রতি সরকার ঘোষিত “গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫” বাস্তবায়ন না হওয়ায় দেশে একের পর এক অনাকাঙ্খিত কারণে গৃহশ্রমিকের মৃত্যু ও নির্যাতনের ঘটনা ঘটছে। তাই গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক অবিলম্বে নীতি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top