রাজধানীতে দুটি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা; চারজনকে এক মাস ও পনের দিন জেল

রাজধানীতে দুটি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা; চারজনকে এক মাস ও পনের দিন জেল

নগর প্রতিবেদকঃ আজ উত্তরার দক্ষিণখান থানা এলাকায় চাদনী ফুড এন্ড কনফেকশনারি ও সম্রাট কনফেকশনারি নামক দুটি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় প্রয়োজনীয় সরকারি অনুমোদন, বিএসটিআই সনদ, ট্রেডমার্ক সনদ, পরিবেশ ছাড়পত্র সনদ, কারখানার ও ফায়ার সনদ, স্বাস্থ্য সনদ সহ কোন প্রকার ডকুমেন্টস না থাকা এবং অবৈধ ও অনুমোদনহীন ভাবে অস্বাস্থ্যকর পরিবেশে প্রায় ৩২ রকমের বেকারি খাদ্য উৎপাদন ও বাজারজাত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় দুটি কারখানার মোট চারজনকে যথাক্রমে এক মাস ও ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া সাধারণ ভোক্তাদের স্বার্থ ও স্বাস্থ্য বিবেচনায় অবৈধ কারখানা দুটি সিলগালা করে দেওয়া হয় এবং একই সাথে কারখানা দুটির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা, দক্ষিণখান থানাকে নির্দেশ প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী হাকিম রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top