ভোলায় চরফ্যাশন কলেজছাত্রীর ওপর এসিড নিক্ষেপ; হাসপাতালে কলেজছাত্রী; থানায় মামলা

ভোলায় চরফ্যাশন কলেজছাত্রীর ওপর এসিড নিক্ষেপ; হাসপাতালে কলেজছাত্রী; থানায় মামলা

চরফ্যাশন উপজেলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের কলেজছাত্রী ছালমা আক্তারের ওপর বৃহস্পতিবার রাতে অ্যাসিড হামলার ঘটনায় দুজনকে আসামি করে চরফ্যাশন থানায় মামলা হয়েছে। ছালমা আক্তার এখন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ছালমার বাবা আবদুল খালেক সিকদার জানান, বৃহস্পতিবার রাতে ছালমা নিজের ঘরে বসে পড়ছিল, ঘরের জানালা বন্ধ ছিল। হঠাত্ ছিদ্র দিয়ে ইনজেকশনের সিরিঞ্জ ঢুকিয়ে ছালমার মুখমণ্ডলে অ্যাসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তিনি জানান, তার মেয়ে দেখেছে সিরিঞ্জ দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে বেলায়েত ও হানিফকে পালিয়ে যেতে। আবদুল্লাহপুরের মিনাবাজারে দোকানঘরের জমি নিয়ে আসামিদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। অ্যাসিড সন্ত্রাসের শিকার ছালমা আক্তার চরফ্যাশন উপজেলার রহিমা ইসলাম ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, এ ঘটনায় ছাত্রীর পিতা শুক্রবার দুই যুবককে আসামি করে মামলা করেছেন।

ওসি আরো জানান, জমিজমার বিরোধকে কেন্দ্র করে অ্যাসিড সন্ত্রাসের ঘটনাটি ঘটেছে। উপজেলার দক্ষিণ শিবা গ্রামের বেলায়েত হোসেন ও হানিফ মাঝিকে এ মামলার আসামি করা হয়েছে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোভন কুমার বসাক জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েটি চিকিত্সাধীন। তার মুখে অ্যাসিড ছোড়ার কারণে ক্ষতের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top