অভিনন্দন – শতরানে টাইগার অধিনায়ক
ক্রিড়া প্রতিবেদকঃ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নিলেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। এটি তার টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। একই সঙ্গে এই মাঠে খেলা ১০ টেস্টের মধ্যে সপ্তম সেঞ্চুরি তার।
এর আগে একই দিন অর্ধশতক তুলে নিলেন লিটন দাস। এটি তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক।
আজ শনিবার দ্বিতীয় ইনিংসের ৫৯তম ওভারে অর্ধশতক তুলে নেন তিনি। একই সঙ্গে ইনিংসের সর্বোচ্চ ১০০ রানের পার্টনারশিপ আসে এই দুই টাইগারের ব্যাট থেকে।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শুরুটা খুব একটা ভালো হয়নি টাইগারদের। দলীয় সংগ্রহে মাত্র ২৬ রান যোগ করতেই ৩০তম ওভারে আগের দিনে জোড়া আঘাত হানা কর্নওয়ালের এলবিডাব্লিয়ের শিকার হন মুশফিকুর রহিম।
৪৮ বলে ১৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। এরপর মাঠে মুমিনুলের সঙ্গী হন লিটন দাস। তাকেই নিয়েই দলের হাল ধরেন মুমিনুল। বড় লিডের লক্ষ্য নিয়ে খেলতে নেমে প্রথমে অর্ধশতক তুলে নেন মুমিনুল।
ইনিংসের সর্বোচ্চ ১০০ রানের পার্টনারশিপ আসে এই দুই টাইগারের ব্যাট থেকে। এরপরই অর্ধশতক তুলে নেন তিনি।