অধরা
মোঃ আঃ কুদদূস
দুরুদুরু বক্ষে যোজন যোজন মাইল দূরের
নাম না জানা কোন নক্ষত্র বিচ্যূত
মিটিমিটি আলোর মত
তোমাকে অনুভব করেছি আজ।
তুমি কত দূরের, আবার কততো কাছের
চাঁদের আলোর চেয়ে কোমল
আবার সূর্যের ভরা দুপুরের রৌদ্রের চেয়ে প্রখর।
তোমাকে ছুঁয়ে দেখা,বড়ই দুঃসাধ্যের কাজ।
তোমাকে ছুঁইতে গিয়ে বার বার ফিরে আসি
ভরা বর্ষার মেঘের গর্জনের মত
নিঃশব্দের বিকট আওয়াজে, কিছুটা শিহরিত, আবার রোমাঞ্চিতও বটে।
ভালোবাসার ছোঁয়ার চেয়ে বোধ হয়
পৃথিবীর কোন কিছুই কঠিন নয়।
নগ্ন হাতে আগুনের ফুলকি ছুঁয়ে দেখার মত।
ফোস্কার ব্যথায় কাতরিয়ে যন্ত্রণায় মরি এ তটে।
ভালোবাসার চোখ শীতের শিশির সিক্ত
গহীন নিশিথের মত,
অকারণে কেন যে টপটপ ঝড়ে,
সত্যি তা বোধগম্য হয় না এই মনে।
তোমাকে না ছুঁয়ে বাঁচাও কঠিন
আবার ছুঁয়ে ছুঁয়ে সত্তরোর্ধ বৃদ্ধার মত
নুয়ে পড়ি শুধু মমতার গভীর আহলাদে,
প্রেমের অপূর্ব সম্মিলনে।
২৬ ফেব্রুয়ারি ২০১৯
অমিল মুক্তক ছন্দ