৩৯তম বিসিএস উত্তীর্ণদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি থেকে

Ban_Govt4.jpg

৩৯তম বিসিএস উত্তীর্ণদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি

বিশেষ প্রতিবেদকঃ ৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০১৮–এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (স্বাস্থ্য) ক্যাডারে সাময়িকভাবে সুপারিশ করা ২ হাজার সহকারী সার্জন পদে মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য পরীক্ষার এ সূচি ঘোষণা করেছে।

স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে 8টায় শুরু হবে স্বাস্থ্য পরীক্ষা।

২০১৮ সালের ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৩২টি কেন্দ্রে এই বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৭ হাজার ৫৮৩ জন চাকরিপ্রত্যাশী অংশ নেন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৩ শতাংশ।

২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর গত বছরের ৭ মার্চ এই বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। এরপর চূড়ান্ত ফলাফল ঘোষণা করে পিএসসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top