দৌলতখান ও বোরহানউদ্দিনে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দেখতে যান – আলী আজম মুকুল

PicsArt_08-06-12.42.31.jpg

দৌলতখান ও বোরহানউদ্দিনে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দেখতে যান – আলী আজম মুকুল

সাগর চৌধুরীঃ বাংলাদেশ সরকারের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বার্তায় জানিয়েছে, বেশ কয়েক দিন প্রবলবর্ষন ও ঝড়বৃষ্টি হতে পারে।

সেই খারাপ আবহাওয়া ও অতি বৃষ্টির কারণে ভোলা জেলার সদর উপজেলার ভিবিন্ন ইউনিয়নের মেঘনা ও তেতুলিয়া নদীর পানি বৃদ্ধি এবং ভারী বৃষ্টিতে বেড়ীবাঁধ উপচে পানি আসছে।

এরই মধ্যে দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নে মেঘনা নদীর পানি বেড়িবাঁধ উপচে পানি ডুকছে লোকালয়ে।

ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ইতোমধ্যে দৌলতখান উপজেলার প্লাবিত হওয়া সৈয়দপুর ইউনিয়নের বেড়িবাঁধ সহ পানির নিচে ডুবে যাওয়া শত শত ঘড়বাড়ি দেখতে আসেন।

স্থানীয় পরিবারগুলোর জন্য কিছু সাহায্য করার আশ্বাস দেন। এছাড়াও এদের জন্য দীর্ঘ মেয়াদি পরিকল্পনার কথাও জানান তিনি।

এসময়ে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা,
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সরকারী ও বেসরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


বেড়িবাঁধ পরিদর্শনে আলী আজম মুকুল

বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির পাশের বেড়ীবাঁধ উপচে পানি লোকালয়ে ডুকছে। এমন সংবাদের ভিত্তিতে ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল হাসান নগর বেড়িবাঁধ দেখতে আসেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কর্মিরা এসময় উপস্থিত ছিলেন।

বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সরকারী ও বেসরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তজুমুদ্দিন উপজেলা সহ লালমোহনেও নদী ভাঙ্গন, বেড়ীবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে চরফ্যাশন উপজেলায় বেশ কয়েকটি ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে। মনপুরা উপজেলারবেশ কয়েকটি ইউনিয়ন পানিতে তলিয়ে যাওয়ারখবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top