তজুমদ্দিনে সন্ধ্যার পরে দোকানপাট খোলা রাখার অপরাধে মোবাইল কোর্টে ২১জনকে জরিমানা
সাদির হোসেন রাহিমঃ ভোলার তজুমদ্দিনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দোকানি পথচারী ও চালক সহ মোট ২১জনকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ৩০মিনিট পর্যন্ত তজুমদ্দিন উপজেলা সদর, মোল্লা পুকুর, পাটোয়ারীর দোকান, বরুনের দোকান ও মুচিবাড়ির কোনা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সংক্রমণ রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর আওতায় ১৭ টি মামলায় ২১জনকে মোট ১১হাজার ৯শত টাকা জরিমানা করেন উপজেলা (ইউএনও) পল্লাব কুমার হাজরা। অভিযান চলাকালীন দোকানদার ও পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ সহ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
উল্লেখ্য,সন্ধ্যার পরে হটাৎ এ অভিযানে জরিমানার হার ছিলো সর্বনিম্ম ৪০০টাকা থেকে সর্বোচ্চ ২হাজার টাকা পর্যন্ত। অভিযানে সময় দোকানপাট খোলা থাকার কারণে জরিমানার পরিমাণ বৃদ্ধি করা হয়।
অভিযানের সময় স্থানীয় সাংবাদিক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারীসহ তজুমদ্দিন থানার একদল পুলিশ সদস্য সক্রিয়ভাবে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।