নিহত নিজ সেনাদের শেষকৃত্য করেনি চীন; ভারত উদাহরণ
অন্তর্জাতিক প্রতিবেদকঃ লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত চীনা সেনাদের শেষকৃত্য করেনি বেইজিং।
মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা হয়, নিহত চীনা সেনাদের শেষকৃত্য না করার জন্য শি জিনপিং সরকার তাদের পরিবারদের চাপ দিচ্ছে।
১৫ জুন রাতে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে অন্তত ৩৫ জন চীনা সেনার মৃত্যু হয়। স্থানীয় ব্যাটালিয়ন কমান্ডারসহ কিছু সেনার মৃত্যুর খবর মেনে নিলেও বেইজিংয়ের পক্ষে নিহতদের সংখ্যা জানানো হয়নি এখনও।
তবে ভারত তাদের নিহত ২০ সেনার শেষকৃত্য করে। সেই সব সেনাদের বীরের মর্যাদাও দেয়। কিন্তু চীন উল্টো পথে হাঁটে। ১ মাস হয়ে গেলেও তাদের মারা যাওয়া সেনাদের কোনো শেষকৃত্য অনুষ্ঠান করেনি।
এরই পরিপ্রেক্ষিতে চীনের কমিউনিস্ট পার্টি এবং সরকারের সমালোচনা করে অনেকে বলছেন, ‘কীভাবে বীরদের সম্মান করতে হয়, তা ভারতকে দেখে শিখুন।’
লাদাখে সংঘর্ষের পরেই ২০ সেনার মৃত্যুর খবর প্রকাশ করে ভারত। একই সঙ্গে ২৮ জুন ‘মন কি বাত’ অনুষ্ঠানে শহিদদের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধা নিবেদন করেন।